অন্যান্য খেলা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নকশা থেকেই খেলার ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছেন রিজিজু

এবার ক্রীড়াপ্রেমীদের জন্য আসতে চলেছে সুখবর। লকডাউনের জেরে এতদিন বিশ্ব জুড়ে প্রতিটি দেশেই সমস্ত খেলাধুলার ওপর স্থগিতাদেশ আরোপিত ছিল।

করোনার ভয়াবহ প্রভাব রুখতে প্রায় সমস্ত টুর্নামেন্টই হয় বাতিল, নয় স্থগিতের খাতায়। কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? তাছাড়া সরকারও লকডাউনের নিয়ম ধীরে ধীরে শিথিল করতে চলেছে। ইউরোপের বহু দেশ ধীরে ধীরে ক্রীড়াঙ্গনে নামতে শুরু করেছে। তাই এবার ভারতও আর পিছিয়ে না থেকে অ্যাথলিটদের দ্রুত অনুশীলনে ফিরিয়ে আনতে চায়। এমনটাই জানিয়েছেন ক্রীড়া মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ”ভারতীয় অ্যাথলিটদের দ্রুত মাঠের ফেরানো নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলছে ক্রীড়ামন্ত্রক। তাঁদের সাথে আলাপ আলোচনা করে ও তাদের পরামর্শ শুনে তৈরি করা হচ্ছে নকশা। অনেক খেলোয়াড়ই মন্ত্রককে জানিয়েছেন, তাঁরা দ্রুত খেলাতে ফিরতে চান। বিশেষ করে যারা সাইয়ের বিভিন্ন অনুশীলন কেন্দ্রে আটকে আছেন, তাঁরা অনুশীলনে ফিরতে চান।” রিজিজু আগেই জানিয়েছেন, অ্যাথলিটরা যাতে নিরাপদভাবে মাঠে ফিরতে পারেন, তারও বন্দোবস্ত করা হচ্ছে।

উল্লেখ্য কিছুদিন আগে একটি খবর পাওয়া যায় খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনা নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association) একটি নীল নকশা তৈরি করেছে। যেখানে মাঠে ফিরে এসেও কিভাবে সংক্রমন এড়ানো যায় তার কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। অ্যাথলিট, কোচ, মেডিক্যাল স্টাফ ও অন্যান্য সাপোর্ট স্টাফদের সাথে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে অনুশীলন শুরু করার কথা বলা হয়েছে। তারপরই আগামী ২০শে মে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে। সেদিনই স্পষ্ট করে জানা যাবে এই করোনার আবহে থেকেও ভারতে খেলাধুলোর ভবিষ্যৎ কি? সূত্রের খবর ক্রীড়া মন্ত্রক অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রকাশ করা শ্বেতপত্রে কী শর্ত দেওয়া হচ্ছে, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ক্রীড়া মন্ত্রক খুবই আশাবাদী যে শীঘ্রই ক্রীড়াবিদদের আবার অনুশীলনে ফিরিয়ে আনা যাবে। এমনিতেও সাধারণ মানুষের জীবন যাত্রার ছন্দ ফেরাতে ও অর্থনীতিকে সচল করতে লকডাউনের নিষেধাজ্ঞাকে ধীরে ধীরে শিথিল করতে শুরু করেছে সরকার।

Related Articles

Back to top button