অন্যান্য খেলা

করোনা-আতঙ্ক! বাতিল হতে পারে টোকিও অলিম্পিক, আশঙ্কার কথা শোনালেন IOC কর্তা

৩ মাস পরেও এখনও করোনা সংক্রমণ মোকাবিলা করা সম্ভব হয়নি। ফলে এবার টোকিও অলিম্পিক নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ৩ মাসের মধ্যে করোনা আতঙ্ক না কাটলে নির্ধারিত টোকিও অলিম্পিক বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড। তিনি বলেন, ‘মে মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অলিম্পিক একেবারে বাতিল করে দিতে হবে। পিছিয়ে যাওয়া বা স্থানান্তর করার কোনও সম্ভাবনা নেই।’

যদিও কয়েক সপ্তাহ আগে টোকিও অলিম্পিক নির্ধারিত সূচি মেনেই হবে বলে জানিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কিছু খেলোয়াড় করোনা-আতঙ্কে টুর্নামেন্টের স্থান পরিবর্তনের কথা বললেও সেটি সম্ভব নয় বলে জানিয়েছিলেন অলিম্পিকের আয়োজকরা। ফেব্রুয়ারির মধ্যে করোনা নিয়ন্ত্রণে এসে যাবে বলেই আশাবাদী ছিলেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি। বরং চিনে যাঁরা করোনা-আক্রান্তদের চিকিৎসা করছিলেন, তাঁদের একের পর এক মৃত্যুর খবর আসছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চিনের ইউহান শহর। এছাড়া চিন থেকে অন্যদেশে আগত যাত্রীদের মধ্যেও কম-বেশি করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে। যার ফলে পার্শ্ববর্তী দেশগুলিতে করোনা সংক্রমণ ব্যাপক আকার নিয়েছে।

এই পরিস্থিতিতে চিনের পার্শ্ববর্তী জাপানের টোকিও শহরে অলিম্পক করা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন আয়োজকরা। তাই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিক পাউন্ডও বলেন, ‘টুর্নামেন্ট আয়োজনের জন্য অ্যাথলিটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার-দাবার, হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা- সব কিছুই দেখতে হবে। এসব ঠিক না হলে টুর্নামেন্ট বাতিলই করতে হবে। কিছুদিন পরই আমরা পর্যবেক্ষণ করব। যদি সব উপযুক্ত বন্দোবস্ত হয়ে থাকে, তবেই সঠিক সময়ে খেলা হবে। না হলে পিছিয়ে দেওয়া বা স্থানান্তরের কোনও প্রশ্ন নেই।’ উল্লেখ্য, আগামী ২৪ জুলাই টোকিও শহরে অলিম্পিক শুরু হওয়ার কথা। কিন্তু করোনা-আতঙ্কের জেরে এখনও অলিম্পকের আয়োজন শুরু করা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button