BIG BREAKING: করোনা থেকে বাঁচতে আইসোলেশনে দাবাড়ু বিশ্বনাথন আনন্দ

করোনার মতো মারণ ভাইরাসের কবলে এখন পুরো বিশ্বের অধিকাংশ মানুষই। সেখানে ভেদ হয়নি উচ্চ-নিম্ন কিংবা খেলোয়াড় থেকে তারকাদের। এবার করোনার জেরে জার্মানিতে আটকে পড়লেন ভারতের খ্যাতনামা দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সংক্রমণ তাঁকে যাতে স্পর্শ করতে না পারে সে কারণে নিজেকে আইসোলেশনে রেখেছেন আনন্দ।
আন্তর্জাতিক টুর্নামেন্টের কারণে স্পেন হয়ে জার্মানিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে করোনা সংক্রমণের জন্য ভারতে ফিরতে পারছেন না বিশ্বনাথন আনন্দ।
টুর্নামেন্টের কারণে বছরের বেশিরভাগ সময়ে স্পেনে থাকেন বিশ্বনাথন আনন্দ। মাঝে ৪-৫ মাস যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকে না, তখনই দেশে ফেরেন তিনি। কিন্তু করোনা সংক্রমণের কারণে এবার প্রবাসেই আনন্দ।
অন্যদিকে করোনাভাইরাসের হামলায় বিশ্বব্যাপী ৬০০০ জনের বেশি মানুষ মারা গেছেন। যার মধ্যে চিনেই মৃতের সংখ্যা তিন হাজারের বেশি, আর ইতালিতে সেই সংখ্যা ১০০০ পেরিয়েছে। এছাড়া ইরান ও অন্যান্য দেশ মিলিয়ে আরও মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে। বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাস-এ আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার। মৃত ও আক্রান্তের অধিকাংশই চিন ও ইতালির বাসিন্দা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কোনওভাবেই এই ভাইরাসের প্রতিষেধক এখন ও বের করা যায়নি। তবে অনেক রোগের ওষুধ একসাথে প্রয়োগ করে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা চলছে।
স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষকে সুস্থ করা সম্ভব হয়েছে। গত বছর ডিসেম্বর মাস থেকে এই ভাইরাস ছড়ায় চিনে। পরে চিন থেকেই এই ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়েছে। আর এখন ভারতের বুকেও থাবা বসাচ্ছে।