অন্যান্য খেলা

ওকুহারাকে পরাজিত করে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু৷

এই প্রথম কোনো ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু। নিঃসন্দেহে এটি ভারতীয় ব্যাডমিন্টনে এক নয়া ইতিহাস। জাপানের নাজোমি ওকুহারাকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেলেন পিভি সিন্ধু।

চলতি বছর এটিই পিভি সিন্ধুর প্রথম খেতাব জয়। এদিন প্রথম গেমেই দারুণ জয় পান পিভি সিন্ধু। মাত্র ১৬ মিনিটের মধ্যেই ২১-৭ এ প্রথন গেমে জয় লাভ করেন পিভি সিন্ধু। এরপর দ্বিতীয় গেমেও ওকুহারাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ নিতে দেননি ভারতীয় এই শাটলার। দ্বিতীয় গেমেও ২১-৭ এর ব্যবধানে জিতে নেন সিন্ধু।

আরও পড়ুন – স্বাধীনতা দিবসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮ বছর বাদে দেশের হয়ে সোনা জিতলেন দীপক৷

এর পূর্বেও পরপর তিনবার ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। কিন্তু বারবারই তাকে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়৷ এই প্রথমবার এক দুর্দান্ত জয়ের মাধ্যমে সোনা জিতে নেন পিভি সিন্ধু। ফাইনালে ২১-৭, ২১-৭ এ দুটি গেমেই জয়ী হন সিন্ধু। তাই এবারে মাত্র ৩৮ মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নয়া ইতিহাস গড়েন পিভি সিন্ধু।

debangon chakraborty

Related Articles

Back to top button