খেলা

টোকিও অলিম্পিক্স থেকে প্রথম সোনা ভারতে, জ্যাভলিনে সোনা জিতে রেকর্ড গড়লেন নীরজ চোপড়া

বিজ্ঞাপন

রেকর্ড গড়লেন ভারতের নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্স থেকে জ্যাভলিন থ্রো-এ সোনা জিতলেন তিনি। তাঁর হাত ধরেই অলিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা জিতল ভারত। ২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর নীরজই প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন।

বিজ্ঞাপন

জ্যাভলিন কোয়ালিফিকেশনে অবিশ্বাস্য ভাবে প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে গিয়েছিলেন। তা-ও আবার এক নম্বরে থেকে। ৮৬.৫৯ মিটার দূরে থ্রো করেছিলেন নীরজ।

বিজ্ঞাপন

ফাইনালের দিন প্রথম থ্রোয়েই ৮৭.০৯ মিটার দূরত্ব পার করেন ভারতীয় এই অ্যাথলিট। দ্বিতীয় থ্রোয়ে তাঁর দুরত্ব ছিল ৮৭.৫৮ মিটার। তৃতীয় থ্রো ছিল ৭৬.৭৯ মিটার দূরে। তবে দ্বিতীয় থ্রোতেই একবারে এক নম্বর আসনে পৌঁছে যান নীরজ। এরপর চতুর্থ এবং পঞ্চমবার ফাউল থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোয়ে ছোঁড়েন ৮৪.২৪ মিটার।

বিজ্ঞাপন

এবছর অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন মণিপুরের মীরাবাই চানু। ভারত্তোলনে রুপো জেতেন তিনি। এরপর ব্যাডমিন্টনে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দেন শাটলার পিভি সিন্ধু।

আবার, অসমের বক্সার লভলিনা বরগোঁহাই নিজের ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। এরপর ভারতীয় পুরুষ হকি দল জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিক্সে পদক জয় করে। ব্রোঞ্জ পদক জিতে নেয় তারা। এরপর সেই তালিকায় নাম তোলেন রবি কুমার দাহিয়া। কুস্তিতে নিজের ইভেন্টে রুপো জিতে নেন তিনি।

এরপর ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জেতেন কুস্তিগির বজরং পুনিয়া। আর এরপর আজ নীরজ জ্যাভলিনে সোনা জিতে রেকর্ড গড়লেন। এরই সঙ্গে অলিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading