
গতকাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন ছিল। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আর তার এই সিদ্ধান্ত নিয়ে হৈচৈ পড়ে গেছে ভারতীয় ক্রিকেট মহলে। নেটিজেনরা ও তার এই সিদ্ধান্ততে অবাক হয়ে গেছেন।কারণ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি।সেখানে হঠাৎ করে তার এই দায়িত্ব ছেড়ে দেওয়া এবং মন্তব্য যে ‘তিনি দলের প্রতি অসৎ হতে পারবেন না বলে এই অধিনায়কত্ব ছাড়ছেন’কে সবাই একটু সন্দেহের চোখে দেখছেন।
আর এর সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর ওপর। নেটিজেনদের একাংশের দাবি ভারতীয় ক্রিকেট কে ধীরেধীরে শেষ করে দিচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং অমিত শাহ এর পুত্র বিসিসিআই সচিব জয় শাহ।অনেককে তো আবার আগ বাড়িয়ে বলতে শোনা গেলো গ্রেগ চ্যাপেল সৌরভের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিল।
Sourav Ganguly being appointed as the president was the worst thing that could ever happen to Indian cricket
— EABC (@eabc_02) January 15, 2022
Ganguly after sacking Kohli from all formats pic.twitter.com/VwFvpdWIOr
— Thalavenger (@Thalavenger) January 15, 2022
Greatest Indian test captain ever, and I’m not even a Kohli fan. Shame on you Ganguly and BCCI, Thank you King👑 https://t.co/H8nb5QgJpJ
— Arun (@ArunWanBissaka) January 15, 2022
kohli gives up test captaincy
dravid to ganguly – pic.twitter.com/DRWbpJ0gJC
— Arun Lol (@dhaikilokatweet) January 15, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টেস্টে সম্প্রতি হেরে যায় আর তারপর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। তবে যদি পরিসংখ্যানের বিচার করা হয় তাহলে ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক হলেন বিরাট কোহলি। যিনি 68 টি টেস্ট ম্যাচের মধ্যে 40 টি জয় করেছিলেন। তাই বিরাট কোহলি এই সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষের সমস্ত রাগ গিয়ে পড়েছে সৌরভ গাঙ্গুলীর ওপর। কেউ বলছেন যে,’আমি বিরাট কোহলির ভক্ত নয় কিন্তু বিরাট ভারতের টেস্ট ক্রিকেটের সেরা অধিনায়ক তাই বিসিসিআই এবং সৌরভের লজ্জা লাগা উচিত।’ কেউ কেউ আবার সৌরভকে দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ বলে অভিহিত করেছেন। মোটকথা নেটিজেনদের একাংশ সৌরভ এর উপর গোটা ঘটনায় ভীষণ ক্ষিপ্ত।
Virat fans right now to ganguly pic.twitter.com/BzwR3CHtL8
— Satyam (@AwaaraSatyam) January 15, 2022
Just an picture of Sourav Ganguly working with jay shah pic.twitter.com/eyeDgvfva7
— UNTOLD (@h_ar_ish) January 15, 2022
This whole Virat Kohli fiasco is all on Sourav Ganguly. The most overrated Indian captain and the most useless BCCI President ever. https://t.co/VK4kestPul
— Sameer Allana (@HitmanCricket) January 15, 2022
Sourav Ganguly is the biggest politician in the country
— Nishith (@Nicks103) January 15, 2022