খেলাফুটবল

ডার্বির আগে নয়া কো-স্পনসর এসসি ইস্টবেঙ্গলে

আর দুই দিন বাদেই ডার্বির লড়াই দিয়ে নিজেদের প্রথম আইএসএল যাত্রা শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। তার আগে আরও একটি নতুন কো-স্পনসর পেল দল। এটিকে-মোহনবাগানের সাথেও যুক্ত হওয়ার পর ভারতবর্ষের অন্যতম বৃহত্তম টিভি নেটওয়ার্ক টিভি নাইন এর বাংলা চ্যানেল ‘টিভি নাইন বাংলা’ এসসি ইস্টবেঙ্গলের কো-স্পনসর হিসেবে যুক্ত হয়েছে।

টিভি নাইন এবিসিএল (অ্যাসোসিয়েটেড ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেড) এর মালিকানাধীন। মূল সংস্থাটির সঙ্গে টিভি নাইন তেলেগু, নিউজ নাইন আরও ইত্যাদি কয়েকটি চ্যানেল জড়িত। এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছে। তারা লিখেছে, “ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক’ এর সাথে আমাদের অংশীদারিত্বের ঘোষণা রোমাঞ্চিত!”

 

 

এর আগে এই নেটওয়ার্কের সর্বভারতীয় চ্যানেল ‘টিভি নাইন ভারতবর্ষ’ ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের টাইটেল স্পনসর। এছাড়াও দলের কথা বলতে গেলে এখনও অবধি সপ্তম বিদেশী চুড়ান্ত করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। এই মরশুমে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশন ক্লাব উইগান অ্যাথলেটিকের সর্বোচ্চ গোলদাতা জো গার্নারের সাথে আলোচনা সারছেন লাল-হলুদ কর্মকর্তারা।

debangon chakraborty

Related Articles

Back to top button