ফুটবলের ‘ঈশ্বর’র সঙ্গে সেলফি! খুদেকে কাছে টেনে সেলফি লিওনেল মেসি’র, ভাইরাল ভিডিও

বর্তমান সমাজে মানুষ একটু খ্যাতি অর্জন করলেই নিজের পুরনো দিন পুরনো মানুষদের ভুলে যায়। তখন তারা সমাজে উঁচু জাত নিচু জাতের বিচার শুরু করে। কিছু মানুষ ব্যতিক্রমও হয়ে থাকেন। ফুটবল জগতের ‘ভগবান’ লিওনেল মেসি যে মানবিকতার পরিচয় দেখিয়েছেন তার সাক্ষী থাকলো গোটা বিশ্ব এবং ফুটবল জগত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক ম্যাচ খেলে গ্যালারির টার্নেল দিয়ে এলএম ১০ ভিতরে ঢুকছিলেন। সেই সময় এক খুদে ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে আসে। নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়ায় খুদের হাতের ফোনটি পড়ে যায়। সেটি দেখে মেসি দাঁড়িয়ে যান এবং খুদের সঙ্গে সেলফি তোলেন।
This young fan was being taken away by security but Messi stopped them so the boy take a selfie with him ❤️ pic.twitter.com/MHNfpSs2O0
— R (@Lionel30i) July 31, 2022
লিওনেল মেসি কোনওদিনই তাঁর ভক্তদের নিরাশ করেননি। আট থেকে আশি কোনও ভক্তই তার কাছে ছোট নয় তা আবারো প্রমাণ করলেন তিনি। এই ভিডিও নিয়ে এখন চর্চায় ফুটবল প্রেমীরা।
This young fan was being taken away by security but Messi stopped them so the boy take a selfie with him ❤️ pic.twitter.com/MHNfpSs2O0
— R (@Lionel30i) July 31, 2022
লিওনেল মেসির অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিও দেখে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করেছেন।