অন্যান্য খেলাখেলা

ক্রীড়াজগতে ধর্ষণের কালো ছায়া, মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ কোচের

করোনা আবহে এমনিতেই সঙ্কটে অ্যাথলিটরা। তার উপর আবার ঘটে গেল আরও এক কেলেঙ্কারি কান্ড। ক্রীড়াজগতে আরও একবার ধর্ষণের ঘটনা সামনে এল। অভিযোগ আনলেন ভারতীয় এক মহিলা কুস্তিগীর। তাঁর কথা অনুযায়ী এক সিআরপিএফ কর্মকর্তা ও তাঁর কোচ তাঁকে যৌন হেনস্থা করত। অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ডিআইজি খাজান সিং এই কুকর্মের সাথে জড়িত।

 

বলা বাহুল্য, দেশকে তিনি সাফল্য এনে দিয়েছিলেন। ১৯৮৬ সালে এশিয়ান গেমসে সাঁতারে ভারতকে রূপোর পদক জিতেছিলেন। তার বিরুদ্ধেই আজ ধর্ষণের অভিযোগ উঠে এল। ওই মহিলার কোচের নাম সুরজিত সিং। এই দুজনের নামে ওই মহিলা দিল্লির নজফগড়ের বাবা হরিদাস থানায় এফআইআর করেছেন। মহিলা কুস্তিগীর লিখেছেন “সুরজিৎ সিং এবং খাজান সিং সিআরপিএফের মধ্যে যৌন র‍্যাকেট চালান।”

 

 

তিনি আরও লেখেন, “তাঁরা মহিলা কনস্টেবলদের যৌন হেনস্থা করেন। ২০১২ সালে কেন্দ্রীয় কুস্তিদলে যোগ দিয়েছিলাম। সেখানে কোচ সুরজিত সিং আমাকে এবং দলের অন্য মেয়েদের যৌন নির্যাতন করেন। অনুশীলনের নাম করে মহিলাদের খারাপভাবে স্পর্শ করা হত। খাজান সিংয়ের কথা মতো কাজ করেন সুরজিত সিং। দলের মেয়েদের বাধ্য করা হতো খাজানের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে।” ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Back to top button