ক্রিকেটখেলা

ফের সেঞ্চুরি মিস পন্থের, টুইটারে অ্যাখ্যা পেলেন ‘দ্বিতীয় সচীন’

ভারত-ইংল্যান্ডের মধ্যে খেলা চেন্নাই টেস্ট ম্যাচের তৃতীয় দিনটাও ইংল্যান্ডের নামে হল। ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৫৭৮ রান করেছে। ইংলিশ অধিনায়ক জো রুট ডাবল সেঞ্চুরি করেন। জবাবে ভারত খুব একটা ভাল শুরু করেনি। রোহিত শর্মা এবং শুভমান গিল শীঘ্রই প্যাভিলিয়নে ফিরে যান। ভারত অধিনায়ক কোহলি এবং অজিঙ্ক রাহানেও তাদের ব্যাটিংয়ে সবাইকে হতাশ করেছিলেন। তবে তার পরে ইনিংসের দায়িত্ব নিয়েছিলেন চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থ। ঋষভ পন্থ আবারও সেঞ্চুরি মিস করেছেন। যার পরে কেউ কেউ তাকে টুইটারে দ্বিতীয় সচীন বলা শুরু করেছে।

ভারত প্রথম ইনিংসে ৭৩ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। পন্থ আসার সাথে সাথে বড় শট খেলতে শুরু করলেন। ৮৮ বলে ৯১ রান করেন তিনি। পন্থ এই বছর দ্বিতীয়বারের মতো নার্ভাস নব্বইয়ে এসে আউট হয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচে তিনি ৯৭ রানে আউট হয়েছিলেন। পন্থ আউট হওয়ার সাথে সাথে সমর্থকরা তাকে টুইটারে তীব্রভাবে ট্রোল করেন এবং তাঁকে অন্য সচীন বলা শুরু করেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীনও বহুবার নার্ভাস নব্বইয়ের শিকার হয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে ভারত। ক্রিজে ওয়াশিংটন সুন্দর বর্তমানে ৩৩ ও অশ্বিন ৮ রান করে রয়েছেন। ম্যাচের চতুর্থ দিন ফলো-অন বাঁচাতে চেষ্টা করবে ভারতীয় ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের স্কোরের আরও কাছে যাওয়ার চেষ্টা করবে। সব মিলিয়ে এই টেস্টে বেশ পিছিয়ে রয়েছে ভারত।

debangon chakraborty

Related Articles

Back to top button