আসন্ন অস্ট্রেলিয়া-ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলের হয়ে বড় ভূমিকা নিতে পারেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। নির্বাসনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন স্মিথ, পাশাপাশি ভারতের বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন স্মিথ। ফলে স্টিভ স্মিথকে আটকাতে বেশ কিছু পরিকল্পনা করছেন ভারতীয় শিবির, তা বলাই যায়।
এদিকে ক্রিজের মধ্যে স্টিভ স্মিথ যথেষ্টই নড়াচড়া করেন, তা লক্ষ্য রেখে এবার বোলারদের বড় পরামর্শ দিলেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, “টেস্ট ম্যাচের সময় আমরা বোলারদের বলে থাকি অফ স্টাম্প কিংবা চতুর্থ স্টাম্প লাইনকে নজরে রেখে বল করতে। কিন্তু স্মিথের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা হবে।”
এরপর সচিন বলেন, “স্টিভ স্মিথের টেকনিক একেবারে অন্যরকম। যেহেতু স্টিভ স্মিথ বেশি নড়াচড়া করেন, তাই সেক্ষেত্রে সেই লাইন একটু সরে যাবে। বোলারদের চতুর্থ ও পঞ্চম স্টাম্প (কল্পনীয়) এর মাঝের অংশকে লক্ষ্য রেখে বল করতে হবে, যাতে স্মিথের ব্যাটে এজ লাগে। এটা শুধুই মানসিকভাবে একটি লাইন তৈরি করা, তার বেশি কিছুই নয়।”