খেলাক্রিকেট

সালাইভা নিষিদ্ধ হওয়ায় বোলাররা পঙ্গু, মন্তব্য সচীনের

বিজ্ঞাপন

করোনা মহামারীর জেরে নতুন নিয়ম করেছিল আইসিসি। বেশ কিছু নিয়ম বিধিনিষেধ জারি করেছিল আইসিসি। যেমন বলে সালাইভা বা থুথু লাগিয়ে পালিশ করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছিল, এমনকি বলে ঘামও লাগানো যাবে না। টেস্ট ক্রিকেটে বলে সালাইভা ছাড়া রিভার্স সুইং করানো খুবই কঠিন। এমনটাই বলেছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। এবার তার সুরেই সুর মেরালেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচীন তেন্ডুলকর।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারতীয় বোলারদের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এক কঠিন পরীক্ষা। সচীন বলেছেন, “বোলাররা ৬০ শতাংশ সালাইভার উপরেই নির্ভর করেন। সালাইভা বা তার কোনো পরিবর্ত না থাকার ফলে ক্রিকেট খেলাটা আরও বেশী করে ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। বোলাররা ঘাম এবং সালাইভার উপর অনেকটাই নির্ভরশীল। অনেক বেশী সুবিধা পাচ্ছেন ব্যাটসম্যানরা।”

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যদি আমাকে ভারসাম্য বজায় রাখতে হয় তবে বোলাররা নির্ভরশীল ৬০ শতাংশ এবং ঘামের উপর নির্ভরশীল ৪০%। এটি তাদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, এটা ছাড়া যে বোলাররা পঙ্গু তাতে আমার কোনও সন্দেহ নেই। বিকল্প হওয়া উচিত ছিল, তবে বিকল্পটি এখনও নেই তাই এটি আক্ষরিক অর্থে ব্যাটসম্যানকে জিজ্ঞাসার মতো যে আপনি অফসাইডে রান করতে পারবেন না, আপনি কেবল অনসাইডে স্কোর করতে পারবেন।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading