খেলা

ব্রিটিশ পার্লামেন্টে মহারাজা’র রাজকীয় সংবর্ধনা! ‘বাঙালি হয়ে গবির্ত’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিজ্ঞাপন

জন্মদিন উপলক্ষে কিছুদিন ধরে পরিবার নিয়ে লন্ডনেই আছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল ছিল তাঁর ২০ বছর আগের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের বর্ষপূর্তি। লর্ডসের মাঠে দাদার জার্সি উড়ানো গত বুধবার কুড়ি বছর পূর্ণ হ’ল। সেই উপলক্ষে ব্রিটেন সরকারের পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বিজ্ঞাপন

২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৫ রান তাড়া করতে নেমে সৌরভ, মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের হাফসেঞ্চুরি ভারতের জয়ের আশাকে উজ্জ্বল করেছিল। কাইফ ও জাহির খান জয়সূচক রান নেওয়ার পরই লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ।

বিজ্ঞাপন

ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পর মহারাজ বলেছেন, “একজন বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত। এই সম্মান দেওয়ার কথা ওরা আমাকে ৬ মাস আগেই জানিয়েছিল। প্রতিবছরই ব্রিটিশ পার্লামেন্ট এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারের সম্মানের জন্য আমাকে মনোনীত করায় আমি গর্বিত”। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্টের অবস্থা এই মুহূর্তে টালমাটাল। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আরও এক ভারতীয় ঋষি সুনক। তারই মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই সংবর্ধনা দিলেন ব্রিটিশ পার্লামেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading