খেলা

করোনার কারণে বাতিল হল উইম্বলডন ২০২০

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এএলটিটিসি) বুধবার জানিয়েছে, কোভিড -১৯ মহামারীর জন্য উইম্বলডন ২০২০ বাতিল করা হয়ছে।

কোভিড -১৯ সংকটের কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে ২০২১-এ স্থগিত করে দেওয়ার এক সপ্তাহ পরেই উইম্বলডনও বাতিল করা হল।

এইএলটিসি জানিয়েছে, উইম্বলডন ২০২০ র পরিবর্তে ২২ জুন থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এপ্রসঙ্গে উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি বছরই উইম্বলডন হয়ে আসছে। এই প্রথমবার সেই নিরবিচ্ছিন্নতায় ব্যাঘাত ঘটল, করোনা ভাইরাসের জন্য।

Related Articles

Back to top button