মার্চে কলকাতায় অকালবর্ষণ, চলবে আগামী ৪৮ ঘণ্টা
কোকিলের কুহু ডাক আর গাছের নতুন পাতা, লাল পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। তবে মার্চ মাস শুরু হওয়ার পর বিগত কয়েকদিন ধরেই দিনের বেলায় প্রখর রৌদ্রে বোঝার উপায় ছিল না এটা কোন ঋতু- গ্রীষ্ম নাকি বসন্ত? আবার রাতে হালকা ঠান্ডায় ফিরে আসে শীতের…