বিনোদন

ইচ্ছাশক্তিই সম্বল! মারণ ক্যান্সারকে হারিয়ে আজ‌ও দাপিয়ে অভিনয় করছেন চন্দন সেন

বিজ্ঞাপন

টেলিভিশন প্রিয় বাঙালির কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। এবং অত্যন্ত প্রিয়‌ও বটে। তিনি থাকলেই জমে যায় যে কোন‌ও সিরিয়াল। কৌতুক পূর্ণ চরিত্র হোক বা সিরিয়াস চরিত্র সবেতেই সমান সাবলীল তিনি।

বিজ্ঞাপন

তবে তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন ক্যান্সার যোদ্ধা। অদম্য মনোবলকে পাথেয় করে ক্যান্সারের মতো মারণ রোগকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরতে পেরেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- শুট ফ্রম হোম পার্থক্য গড়ল টিআরপি তালিকায়! নামলো খড়কুটো, কী চমক দিল মহাপীঠ তারাপীঠ?

বিজ্ঞাপন

কাজপাগল এই মানুষটা রোগকে সঙ্গী করেই দাপিয়ে বেড়িয়েছেন থিয়েটারের মঞ্চ। সমানে বিভিন্ন সিরিয়ালের শুটিং করেছেন ক্যানসারকে সঙ্গী করেই। ১০ ঘন্টা কেমো নিয়েও থিয়েটারের মঞ্চ জুড়ে অভিনয় করার ক্ষমতা রাখেন তিনি। দিতে পারেন নাটকের নির্দেশনা। আজ ১১টা বছর ধরে তিনি শরীরের একদিকে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর অন্যদিকে তিনি নিজের অভিনয় দিয়ে হাসিয়ে যাচ্ছেন দর্শকদের।

বিজ্ঞাপন

অত্যাধিক ব্যয়সাপেক্ষ এই চিকিৎসা তাঁর একার পক্ষে করা সম্ভব ছিল না। বেঁচে থাকার জন্য ডাক্তার বলে দেন খুব বেশি করে আর হয়তো দশটা বছর! কিন্তু ওই যে বাঁচার ইচ্ছাশক্তিকে হারতে দেননি তিনি। মনে জোর নিয়ে একের পর এক চিকিৎসা চালিয়ে যান অভিনেতা। নিতে থাকেন কেমোথেরাপি। আর্থিক দিক দিয়ে তাঁর পাশে এসে দাঁড়ান ইন্ডাস্ট্রির অনেকেই।

আরও পড়ুন- ফের মসীহা সোনু! ১৬-১৭টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন অভিনেতা, কাজ শুরু সেপ্টেম্বরেই

বিজ্ঞাপন

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়‌ই তাঁর বান্ধবী ঋতুপর্ণা ঘোষ তাঁর এই পরিস্থিতি জেনেও তাঁকে বিয়ে করতে চান শুধুমাত্র অভিনেতার জীবনসঙ্গিনী হিসেবে পাশে থাকবেন বলে। এই দিক দিয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন চন্দন সেন।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading