International

আবার চীন! এবার মানুষের দেহে মিলল বার্ড ফ্লু ভাইরাস, ছড়াবে না তো গোটা বিশ্বে?

বিজ্ঞাপন

করোনা আতঙ্কের মাঝেই নতুন ভয় নিয়ে হাজির বার্ড ফ্লু। এবার মানব শরীরে আক্রমণ করছে এই সংক্রমণ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত এই রোগটি এর আগে পর্যন্ত শুধুমাত্র পাখির শরীরেই দেখা যেত। এবার জানা যাচ্ছে মানব শরীরে এই বার্ড ফ্লুয়ের‌ই একটি নয়া স্ট্রেইন বাসা বাঁধছে। এই খবর নিশ্চিত করেছে করোনাভাইরাস নতুন ঘর বলে পরিচিত দেশ চীনের ন্যাশনাল হেল্থ কমিশন।

বিজ্ঞাপন

হেন ভাইরাস নেই যা মেলেনা চীনে। গোটা বিশ্বকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে এবার নতুন সংক্রমনের খোঁজ নিচ্ছে সেই চীন। ওই দেশটির জিয়াংশু প্রভিন্সে প্রথম দেখা মিলেছে বার্ড ফ্লুতে সংক্রমিত মানুষের। করোনার পর এই ঘটনায় আতঙ্কিত চীনে জাতীয় স্বাস্থ্য কমিশন জারি করেছে নতুন অ্যাডভাইসারি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সাম্য, ন্যায় বিচারের স্বার্থে পাকিস্তানে উঠল ধর্মীয় ‘সংখ্যালঘুদের’ ‘অমুসলিম’ তকমা দেওয়ার দাবি! 

বিজ্ঞাপন

প্রসঙ্গত উল্লেখ্য আমেরিকার গদি পরিবর্তন হলেও ট্রাম্প থেকে বাইডেন করোনার আঁতুড়ঘর হিসেবে চীনকে দায়ী করেছেন। ট্রাম্প তো এই ভাইরাসকে চীনা ভাইরাস বলতেও দ্বিধা করেননি। পুরনো ভাইরাসের সমস্ত তথ্যই যখন বিশ্ববাসীর কাছে স্বচ্ছ নয় তখনই বার্ড ফ্লু ঘিরে নয়া আতঙ্ক শুরু হল বিশ্ব জুড়ে। কারণ ফের সেই চীন। জিয়ংশুতে নতুন করে বার্ড ফ্লুয়ের স্ট্রেইন পাওয়া যেতেই বিতর্কের সঙ্গে সঙ্গে আশঙ্কা উত্তেজনা‌ও তৈরি হয়েছে ।

চীনের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, পূর্ব চীনের ৪১ বছর বয়স্ক এক মানুষের দেহে এই ভাইরাস মিলেছে, তা পোলট্রি থেকে ছড়িয়েছে বলে খবর।
যে স্ট্রেইনের রোগ ছড়িয়েছে তা হল H10N3।

বিজ্ঞাপন

এই ঘটনার পর চীন যে অ্যাডভাইসারি সামনে এনেছে, তাতে পোলট্রিতে মৃত কোনও পাখির সংস্পর্শে যেন‌ও কেউ না আসে, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকি জীবন্ত পাখির থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কেউ আসে তাহলে তা সে যেন‌ও মাস্ক পড়ে থাকে বলে জানানো হয়েছে। খাবারের ক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও কারোর যদি শরীরেয তাপমাত্রা বেশি থাকে বা জ্বর জ্বর ভাব থাকে তাহলে তাঁকে অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আশ্বাস বাণী হিসেবে জানানো হয়েছে, পোলট্রি থেকে খুব সহজে এই সংক্রমণ বিশাল আকার ধারণ নাও করতে পারে। সেই সম্ভাবনা অনেকাংশেই কম বলে জানানো হয়েছে ওই অ্যাডভাইজারিতে।

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading