India

মোদী ম্যাজিকে ধরাশায়ী তেজস্বী, নীতিশ! ‌প্রধানমন্ত্রীর জনসভা বিশ্বাস বাড়িয়েছে বিহারের জনতার বলছে সমীক্ষা

বিজ্ঞাপন

বিহারে এবারে ফের NDA সরকার গড়ার পথে। তবে এবারের ছবিটা কিছুটা আলাদা। ছোট শরিক নয় বড় শরিকে পরিণত হয়েছে বিজেপি।আর সেই ক্ষেত্রে নীতীশ কুমারের (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বেশ কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বিজেপির এহেন সাফল্যের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে যা‌ওয়ার প্রধান কারণ বলা হচ্ছে।

বিজ্ঞাপন

তাৎপর্যপূর্ণভাবে যখন বিরোধীরা জোট নিয়ে অলোচনায় ব্যস্ত‌‌ছিলেন তখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মূল লক্ষ্য ছিল বিহারের নির্বাচন। দেশ জুড়ে চলা করোনা অতিমারীর এই আবহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একের পর এক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিহারে একাধিক জনসভা করেছেন। সাসারাম, গয়া, ভাগলপুর, দারভাঙা থেকে শুরু করে পাটনায় NDA প্রার্থীদের সমর্থনে প্রায় ২ ডজন সভা করেছেন। বিহার জিততে একএকদিনে দুটি করেও জনসভা করেছিলেন তিনি। তবে তাঁর সভাগুলিতে নিরাপত্তার পাশাপাশি করোনা প্রটোকলের ওপরেও জোর দেওয়া হয়েছিল। আর তার‌ই ফলে এবার যেন‌ও হাতেনাতে মিলছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী যেসব জায়গাগুলিতে জনসভা করেছেন সেখানে এগিয়ে রয়েছন এনডিএ প্রার্থীরা। ভাগালপুরে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী অজিত শর্মার থেকে এনডিএ প্রার্থী রোহিত পাণ্ডে এগিয়ে রয়েছেন। দারভাঙায় ১০টি আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে এনডিএ। মুজাফ্ফরপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুরেশ কুমার। পাটনায় একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ট্রেন্ড অনুযায়ী তেজস্বীর (Tejaswi Yadav) আরজেডি ১৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছিল। তাঁর দল এগিয়ে রয়েছে ৬৫টি আসনে। সহযোগী কংগ্রেস ৭০টির মধ্যে ২১টি এগিয়ে রয়েছে। সিপিআইএমএল ১৪টি , সিপিআই তিনটিতে আর সিপিএম দুটি আসনে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading