India

নির্ভয়া’কে বিচার পাইয়েছেন তিনি, এবার মনীষা বাল্মিকী! বিনা পয়সায় মামলা লড়তে হাজির সীমা সমৃদ্ধি

বিজ্ঞাপন

ভারতের মডেল রাজ্য বর্তমানে ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। দেশবাসীর সামনে মুখ থুবরে পড়েছে যোগীর রামরাজ্য। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।

বিজ্ঞাপন

গত ১৪ সেপ্টেম্বর পশ্চিম উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের মেয়েটিকে ধর্ষণ করা হয়। চারজনকে এব্যাপারে গ্রেফতার করেছে পুলিশ। দলিত মেয়েটির পরিবারের দাবি, তার জিভ কেটে দেওয়া হয়। ১৪ দিনের লড়াই শেষে দিল্লির সফদরজং হাসপাতালে মেয়েটি মারা যায়। উত্তর প্রদেশ গণধর্ষণকাণ্ডের অভিযুক্তরা অত্যাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছিলো। এই পৈশাচিক ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি চায় দেশ। চায় মনীষা বাল্মীকি যেন‌ও বিচার পায়।

বিজ্ঞাপন

আর এবার তাকে বিচার পাইয়ে দিতে মাঠে নামলেন নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা সমৃদ্ধি। কে এই সীমা সমৃদ্ধি?

বিজ্ঞাপন

২০১২-র ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে চলন্ত বাসে যৌন নিগ্রহের শিকার প্যারামেডিকেল ছাত্রীর হয়ে মামলা লড়া আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়া হাথরাসের মেয়েটির হয়েও সুবিচার চেয়ে আদালতে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি নিজেও উত্তরপ্রদেশের‌ই মেয়ে। হাথরাসে পৌঁছে তিনি বলেছেন, শুরু থেকেই এই মামলা পর্যবেক্ষণ করেছি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। একটি সূত্রের খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা হাথরাসের মেয়েটির হয়ে লড়বেন বিনা পয়সায়, ফি নেবেন না। ইতিমধ্যে নাকি তার কথাও হয়ে গিয়েছে নির্যাতিতার পরিবারের সঙ্গে।

প্রসঙ্গত, নির্ভয়ার ধর্ষণকারীদের দীর্ঘ আইনি লড়াই শেষে ফাঁসির সাজা কার্যকর হয় গত ২০মার্চ। মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ঠাকুর, পবন কুমার গুপ্তা ও বিনয় কুমার শর্মাকে ফাঁসিতে ঝোলানো হয়। তিনি যেভাবে নির্ভয়ার অপরাধীদের সাজা সুনিশ্চিত করেছেন, সেভাবেই তিনিও হাথরসের ধর্ষণে অভিযুক্তদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়াতে পারবেন বলে আশা করা হচ্ছে। নির্ভয়াকাণ্ড মামলায় গোড়া থেকেই নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী ছিলেন সীমা। মামলার প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে পেশ করে জোর সওয়াল করেন তিনি।

বিজ্ঞাপন

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সীমা ২০১৪ সালে সুপ্রিম কোর্টে ওকালতি শুরু করেন। ২০১৪-র ২৪ জানুয়ারি থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি ওই ট্রাস্টের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত, উন্নাওয়ের ধর্ষিতার মৃত্যুর পরও তিনি তাঁর হয়ে মামলা লড়ার কথা ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading