India

ভয় নেই! শিশুরা বেশি আক্রান্ত হবে না করোনার তৃতীয় ঢেউয়ে, সেরো-সার্ভেতে উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

বিজ্ঞাপন

করোনার দ্বিতীয় ঢেউ খানিকটা দমে আসার পরই শুরু হয়েছে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। আগে থেকেই শোনা যাচ্ছিল যে তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। যা স্বভাবতই ভাবিয়ে তোলে গোটা দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। এই ঘটনা সত্যি কী না, তা নিয়ে পরীক্ষানিরীক্ষাও চালানো হয়েছে অনেক।

বিজ্ঞাপন

অবশেষে, গতকাল, বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অর্থাৎ এইমস-এর তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে শিশু ও কমবয়সীদের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই কম। সেরো-সার্ভে রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। আর এই একই দাবী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

বিজ্ঞাপন

সেরো-সার্ভে হল এক ধরণের পরীক্ষা যা থেকে রক্তে অ্যান্টিবডির উপস্থিতি ও পরিমাণের ধারণা পাওয়া যায়। এইমস জানাচ্ছে, দেশের ৫ রাজ্যের শিশুদের উপর এই অ্যান্টিবডির পরীক্ষা করা হয়েছে। এতে  হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ই মার্চ থেকে ১০ই জুন পর্যন্ত চলেছে এই পরীক্ষা। এখনও পর্যন্ত ৪৫০৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭০০ জনের বয়স ১৮ বছরের নীচে ও বাকী জনের বয়স ১৮।

বিজ্ঞাপন

আরও পড়ুন- কাজে দিচ্ছে না মোদী ম্যাজিক! ক্রমশই গ্রহণযোগ্যতা কমছে প্রধানমন্ত্রীর, বলছে সমীক্ষা 

বিজ্ঞাপন

এই সেরো-সার্ভে পরীক্ষায় দেখা গিয়েছে ১৮ বছর ও এর নীচে বাচ্চাদের সেরোপজিটিভ রেট বেশি। এর অর্থ রক্তে অ্যান্টিবডির পরিমাণ বেশি। সুতরাং, শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি আক্রান্ত হওয়ার যে উদ্বেগ তৈরি হয়েছিল, এখনও পর্যন্ত সেরকম কোনও ঠোস প্রমাণ দেখাতে পারেননি বিশ্বের বিজ্ঞানীরা, এমনটাই দাবী বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। করোনা সংক্রমণ শিশুদের শরীরে তেমনটা প্রভাব ফেলবে না। তবে সর্দি-কাশি, জ্বর, পেটে ব্যাথার মতো উপসর্গ দেখা দিয়ে দিতে পারে। এমনটা হলে বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাহলেই সেরে উঠবে শিশুরা।

বিজ্ঞাপন

দিল্লির এইমসের মতে, করোনা সংক্রমণ নিয়ে যেসমস্ত শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৬০-৭০ শতাংশের কোমর্বিডিটি ছিল। যে শিশুদের শরীরে জটিল রোগ দেখা দিয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম ছিল। আবার কিছু শিশুর অন্যান্য রোগও ছিল। ক্যানসার থেরাপি চলছে, এমন শিশুরাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading