West Bengal

সিলিন্ডারের পাশেই রাখা বোমা, তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের ছেলের ফ্ল্যাট থেকে মিলল কৌটো বোমা

বিজ্ঞাপন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটি এলাকা। সেখানে এক তৃণমূল নেতার ছেলের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল ৫০টি বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কামারহাটির আনোয়ার বাগান এলাকায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় উত্তেজনা বেড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবী, দুষ্কৃতীরা ফাঁকা ফ্ল্যাটে বোমা রেখে গিয়েছে। পুলিশ বোমা উদ্ধারে গেলে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- প্রতিবাদের ভাষা নিল অন্য রূপ! সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবার নগ্ন হয়েই বিক্ষোভ জানালেন বাসিন্দা 

বিজ্ঞাপন

স্থানীয়দের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আনোয়ার বাগানের এই ফ্ল্যাটটির মালিক তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কামালউদ্দিন আনসারির ছেলে চন্দন আনসারি। এক ব্যাক্তিকে ওই ফ্ল্যাটটি ভাড়া দেন তিনি। ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। তবে লকডাউন থাকায় মাস কয়েক আগে সেই ব্যক্তি ফ্ল্যাটে তালা দিয়ে দেশের বাড়ি চলে যান।

বিজ্ঞাপন

এরপর গতকাল, শনিবার ফ্ল্যাটে ফেরেন ওই ব্যক্তি। কিন্তু ফ্ল্যাটের তালা ভাঙার চেষ্টা করলে তা খোলে না। এরপর ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন যে রান্না গ্যাস সিলিন্ডারের পাশে রাখা ব্যাগভর্তি কৌটো বোমা।

আরও পড়ুন- স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রশ্ন করতেই বিরক্তি চোখেমুখে, উত্তর না দিয়েই প্রস্থান শিক্ষামন্ত্রীর 

বিজ্ঞাপন

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশকর্মীরা বলা উদ্ধারে এলে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে খবর। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত চলছে। পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পরে অবশ্য স্থানীয়দের বুঝিয়ে কৌটো বোমাগুলি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading