West Bengal

নিহত বিজেপি কর্মীর দেহের সামনে দাঁড়িয়ে ফের ‘বদলাও হবে,বদলও হবে’ স্লোগান আওড়ালেন দিলীপ

বিজ্ঞাপন

‘বদলা নয় বদল চাই’ স্লোগান নিয়ে বঙ্গ রাজনীতির শাসক পদে অধিষ্ঠিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী ২০২১ বিধানসভা ভোটে রাজ্যের প্রধান বিরোধী দলের মূল স্লোগান ‘বদলাও হবে, বদলও হবে।’ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলের হামলায় নিহত বিজেপি কর্মীর মরদেহের সামনে দাঁড়িয়ে ফের একবার এই কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই দিন তিনি বলেন, গ্রাম্য বিবাদের নাম দিয়ে রাজনৈতিক খুন করা শুরু করছে তৃণমূল।

বিজ্ঞাপন

নিহত বিজেপি কর্মীর দেহের সামনে দাঁড়িয়ে ফের 'বদলাও হবে,বদলও হবে' স্লোগান আওড়ালেন দিলীপ 2

বিজ্ঞাপন

দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল – বিজেপি সংঘর্ষে আহত হন ৬ জন। তাঁদের মধ্যে পবন জানা নামে এক ভিনরাজ্য ফেরত শ্রমিকের মৃত্যু হয়। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় প্রশাসন। এর পর পবনের দেহ নিয়ে মেদিনীপুর শহরে বিশাল বাইক মিছিল বার করে বিজেপি। গোটা শহর ঘোরানো হয় দেহ। আনা হয় পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ের সামনেও।

বিজ্ঞাপন

নিহত বিজেপি কর্মীর দেহের সামনে দাঁড়িয়ে ফের 'বদলাও হবে,বদলও হবে' স্লোগান আওড়ালেন দিলীপ 3

বিজ্ঞাপন

সেখানে প্রয়াত দলীয় কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানান দিলীপবাবু। এর পর তিনি বলেন, ‘গ্রাম্য বিবাদের নামে রাজনৈতিক খুন করছে তৃণমূল। তা কিছুতেই মেনে নেবে না বিজেপি। এই নিয়ে ১০৩ নম্বর খুন। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে।’

এর পরেই তাঁর বক্তব্য ‘পরিবর্তনের সময় বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিল তৃণমূল। আমরা ক্ষমতায় এলে সেপথে হাঁটব না। বদলাও হবে বদলও হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading