West Bengal

‘একটা ধানে যদি পোকা জন্মায় তাহলে সমূলে বিনাশ করতে হবে’, পরোক্ষভাবে পার্থর প্রসঙ্গ টেনেই কী দলকে বার্তা মমতার?

বিজ্ঞাপন

বরাবরই দল নিয়ে বেশ সতর্ক তিনি। নানান দুর্নীতির (corruption) অভিযোগ উঠলেও তা বেশ সক্রিয়তার সঙ্গেই দমন করেছেন তিনি। নানান নির্বাচনের আগে যেমন দলীয় কর্মী-নেতাদের সতর্ক করেছেন। তেমনই আবার নানান উপমা ব্যবহার করেছেন। এবারও তেমনই উপমা ব্যবহার করে দুর্নীতি রুখতে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “যদি একটা পোকা ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না করলে কিন্তু ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে”।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম দিনই অর্থাৎ সোমবার দলের নানান স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে নজরুল মঞ্চে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন আগে ‘দিদির সুরক্ষাকবচ’ নামে এক কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে দলকে নিয়ে অনেক মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যদি একটা পোকা ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না করলে কিন্তু ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। সুতরাং, আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে। দেখতে হবে যাতে পোকা না জন্মায়। আর যদি পোকা জন্মে থাকে, তা হলে প্রথমে তাকে সতর্ক করতে হবে। বলতে হবে, হয় নিজেকে সংশোধন করো, না হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে”।

বিজ্ঞাপন

এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। এই ‘ধানের পোকা’ উপমাটি দিয়ে তিনি কী দলের কাউকে টার্গেট করলেন কী না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, এই উপমার মাধ্যমে মমতা আসলে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন। পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে দল যেভাবে তাকে ত্যাগ করেছে, তাতে এই উপমা তাঁর জন্য যথাযথ। তবে আবার অনেকেরই ধারণা, এই উপমার মাধ্যমে দলের নানান নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কথাই বলেছেন দলনেত্রী।

বিজ্ঞাপন

মমতার এই মন্তব্য নিয়ে বিরোধী শিবিরে সমালোচনা চলছে। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আসলে তাঁর এই মন্তব্যের নেপথ্যে যা বোঝা যাচ্ছে, সেটা হল দুর্নীতি আসলে সূক্ষ্মভাবে করতে বলা হচ্ছে, যাতে বাম আইনজীবীদের চোখে না পড়ে”। আবার এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, ”তৃণমূলের তো উপর থেকে নিচ – পুরোটাই দুর্নীতিতে ভরা”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading