West Bengal

কালো পতাকা দিলীপকে, উঠল ‘গো ব্যাক’ স্লোগান! তৃণমূল সমর্থকদের ক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি

বিজ্ঞাপন

নিজ গড় তমলুকে (Tamluk) কালো পতাকা দেখলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ওঠে গো ব্যাক(Go Back) স্লোগানও!

বিজ্ঞাপন

বর্তমানে রাজনৈতিক কর্মসূচির জন্য তমলুকে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ভোরে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে প্রাতঃভ্রমণে যান তিনি। সেখানে কিছুক্ষণ সময় কাটান দিলীপ ঘোষ। এরপর নদীর পাড় ধরে হেঁটে তমলুক স্টিমারঘাটে যাওয়ার পথে বিজেপি সাংসদকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন

পাল্টা ‘জয় শ্রীরাম’ (Jay Sree Ram) স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। দুই পক্ষের গলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। এরপর চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেন তিনি। তমলুকের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তাহলে ভাবতে হবে তাঁর মাথার ঠিক নেই। সরকার নেই, দল নেই তাই মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই, তাঁর ভাইদের কী হবে? যাদের দোকান উঠে যাচ্ছে তারা চেঁচামেচি করছে। যাদের মুখ কালো হয়ে যায় তাঁরা কালো পতাকাই দেখায়।”

বিজ্ঞাপন

এরপর যোগীর রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের প্রসঙ্গে বলতে গিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্য বিজেপির সভাপতি। বলেন, “এখানে পাড়ায় পাড়ায় এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের লোকেরা সেই ঘটনা ঘটাচ্ছে। তার জবাব কে দেবে? সেখান থেকে নজর ঘোরানোর জন্য দিদিমণি রাস্তায় নেমেছেন। গুন্ডাদের নিয়ে ওঁনার রাজনীতি। সেই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না, এটা উনি বুঝে গেছেন তাই নাটক করছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading