West Bengal

ভোটে হারলেও রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে  কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা মোদী সরকারের

বিজ্ঞাপন
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই নির্বাচনী বৈতরনী পার করতে চেয়েছিল বিজেপি। কিন্তু ভোটের ফলাফল বলছে বাংলায় জোর ধাক্কা খেয়েছে ব্র্যান্ড মোদী। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। অপরদিকে, মমতা ম্যাজিকে ভর করে তৃতীয় বার সরকার গড়েছে তৃণমূল।

বিজ্ঞাপন

দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন কিন্তু রাজ্যে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু না করার প্রসঙ্গে মমতা সরকারকে বাক্য বাণে বিদ্ধ করেছিলেন নমো। পাল্টা দিতে পিছ পা হননি মমতাও।

বিজ্ঞাপন

মমতা সরকারকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেছিলেন,’এটাই আফসোস যে পুরো ভারতের কৃষকরা কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সব মতাদর্শের সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,’৭০ লক্ষ কৃষক, আমার কৃষক ভাইবোনেরা এই প্রকল্পের সুবিধা নিতে পাচ্ছেন না। তাঁদের ওই টাকা মিলছে না। বাংলার সরকার রাজনৈতিক কারণে নিজেদের রাজ্যের কৃষকদের বঞ্চিত করে রেখেছেন।’

বিজ্ঞাপন

মোদী দাবি করেছিলেন,’প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য লাখ লাখ কৃষক অনলাইনে আবেদন করেছেন। কিন্তু তাতে ছাড়পত্র দিচ্ছে না বাংলা।

কিন্তু এই সবই ভোট পূর্ববর্তী বাংলায় বলা বক্তব্য। তবে এবার জানা যাচ্ছে না শুধু ফাঁকা প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় না এলেও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী

বিজ্ঞাপন
রাজ্যের যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন তাঁদেরকে কাল থেকেই ২০০০ টাকা করে প্রথম দফায় দেওয়া হবে। গোটা দেশজুড়ে ৯কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে ১৯ হাজার কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতাভুক্ত কৃষক সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫৫ হাজার। ‌
সেইসঙ্গে জানা গেছে কেন্দ্রের এই সিদ্ধান্তে সম্মত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার‌ও।

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading