West Bengal

রাফাল, তেজস ইতিমধ্যেই হাতে! মোদীকে আধুনিক প্রজন্মের ফাইটার জেট গ্রিপেন কেনার প্রস্তাব দিলেন সুইডেনের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

এমনিতেই এখন যুদ্ধবিমানে শক্তিশালী ভারত। এরইমধ্যে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন ভারতকে আধুনিক প্রজন্মের ফাইটার জেট গ্রিপেন কেনার ব্যাপারে প্রস্তাব দিলেন। দু’দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় তাঁর। সেখানেই এই প্রস্তাব দেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে ভারতের হাতে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান রয়েছে এগারোটি। এই বছরের শেষেই বাকি ২৫ বিমান চলে আসার কথা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক ওয়ান যুদ্ধবিমান এক, দু বছরের মধ্যেই চলে আসবে বিমান বাহিনীর হাতে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারতীয় সংস্থা হ্যালকে সেই দায়িত্ব দিয়েছে। এর মধ্যে সুইডেনের প্রধানমন্ত্রীর এহেন প্রস্তাব পেলেন মোদী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিশ্বাসী। বিদেশ থেকে যুদ্ধবিমান না কিনে, ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে দেশের মাটিতে বিমান তৈরি এবং প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করার পক্ষপাতি তিনি। সুইডিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের প্রস্তাবে রাজি তাঁরা। স্যাব গ্রিপেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে ব্রাজিল বিমান বাহিনী এই যুদ্ধ বিমান ব্যবহার করছে। এখন নিজেরাই প্রযুক্তি হস্তান্তর হওয়ার পর থেকে এই বিমান উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ করছে। ব্রাজিল এই আধুনিক যুদ্ধবিমানের নতুন উৎপাদক দেশে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখছে তাঁরা। ভারত ছাড়া এই প্রস্তাব অন্য কোনও বিমান বাহিনীকে দেয়নি স্যাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর হাতে প্রয়োজনের তুলনায় স্কোয়াড্রন সংখ্যা কম আছে। তবে সুইডেনের প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন মাত্র। নরেন্দ্র মোদী একা সিদ্ধান্ত নিতে পারেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading