ভাইরাল

মাঝরাতে ‘কেএফসি’র খাবার ডেলিভারি করে চালাচ্ছে পড়াশোনা! মীরাবের জীবন যুদ্ধের গল্প মন কেড়েছে নেটিজেনদের

বিজ্ঞাপন

বর্তমান সমাজে মেয়েরা অনেক এগিয়ে। সমাজের নানা রকম ট্যাবু ভেঙে তাঁরা নিজেদের মতো করে বাঁচতে শিখছে। নেট দুনিয়ার দৌলতে এমন অনেক খবরই আমাদের চোখে আসে মাঝে মধ্যেই। তেমনি এক মেয়ের গল্প উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

পাকিস্তানের লাহোরের তরুণী মীরাব। যে মাঝরাতে ‘কেএফসি’র খাবার ডেলিভারি করছে। আমরা ডেলিভারি বয় শুনেই অভ্যস্ত, কিন্তু ডেলিভারি গার্ল! তাও আবার পাকিস্তানের মতো দেশে। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, বলছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ফিজা ইজাজ নামের এক তরুণী পোস্টের মাধ্যমে মীরাব’র গল্প তুলে ধরেছেন সকলের কাছে । পোস্টে তিনি লিখেছেন,’ ‘কেএফসিতে খাবার অর্ডার করেছিলাম। যখন ডেলিভারির জন্য ফোন এল, তখন ওপাশ থেকে কথা বলে উঠলেন একটি মেয়ে। মেয়ের গলা শুনে আমি এবং আমার বন্ধুরা ভীষণ উৎসাহী ছিলাম তাঁকে দেখার জন্য। মীরাব আসার পর আমরা প্রায় তাঁর সঙ্গে ১০ মিনিট ধরে কথা বললাম।

বিজ্ঞাপন

তাঁর পড়াশোনা, পরিবার সবকিছু নিয়েই কথা হয় আমাদের। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য সকালে কলেজ করে রাতে এই ডেলিভারি গার্লের কাজ করেন তিনি। জতদিন না পর্যন্ত তাঁর স্নাতক পড়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ করবেন বলেই জানিয়েছেন তিনি। পড়া শেষ হলে নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড খুলতে চান মীরাব’।

বিজ্ঞাপন

মীরাব’র মা গুরুতর অসুস্থ। মায়ের খরচ চালানোর জন্যই তিনি এই পথ বেছে নিয়েছেন। মীরাব’র প্রশংসার ঝড় উঠেছে ওই পোস্টের কমেন্টে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading