India

ভারতে ট্রাম্প-এর নিরাপত্তায় মোতায়েন নতুন প্রযুক্তির অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ভারত। ট্রাম্প ভারতে আসার প্রাক্কালে রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি ট্যুইটারে লিখেছেন, ট্রাম্পের ভারতে আসার ঘটনাটি বিশেষ সম্মানের এবং আহমেদাবাদ থেকে এক ঐতিহাসিক অনুষ্ঠানের সূচনা হবে।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে নরেন্দ্র মোদি ও তাঁর সরকার বিশেষ উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি আতঙ্কিতও। কারণ ট্রাম্পের সফরে ড্রোন হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সেই হামলা প্রতিহত করতে ইতিমধ্যে প্রস্তুত নরেন্দ্র মোদি সরকারও। তৈরি করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যান্টি-ড্রোন সিস্টেম। যেটি যে কোনও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হবে। ডিআরডিও-তে নির্মিত এই অ্যান্টি-ড্রোন সিস্টেমটি ইতিমধ্যে আহমেদাবাদে আনাও হয়েছে।

বিজ্ঞাপন

অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েনের পাশাপাশি সমগ্র গুজরাটে কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। আধাসেনা মোতায়েনের পাশাপাশি আকাশপথেও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সফরে নিরাপত্তার কোনও ত্রুটি রাখা হয়নি জানিয়ে গুজরাট পুলিশের স্পেশ্যাল সিপি (অপরাধ) অজয় তোমার বলেন, আহমেদাবাদ থেকে সবরমতী আশ্রম এবং মোতেরা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবরমতী আশ্রম, মোতেরা স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দু-পাশের বড়-বড় বাড়িগুলি থেকেও নজরদারি চালানো হবে। আকাশপথেও নজরদারি চলবে। যাঁরা আশ্রম ও স্টেডিয়ামে আসবেন, তাঁদের সকলকে বিশেষ চেকিং করে প্রবেশ করানো হবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প যে পথ দিয়ে যাবেন, সেই পথে তাঁর যাওয়ার সময় অন্যান্য গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading