India

দেশের মধ্যে প্রথম এই রাজ্যে শুরু হচ্ছে ডোর টু ডোর করোনা টেস্টিং

বিজ্ঞাপন

যত দিন যাচ্ছে তত করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে আসামে। সেইজন্যই এবার গুয়াহাটিতে ডোর-টু-ডোর কোভিড টেস্টের সিদ্ধান্ত নিল আসাম সরকার।

বিজ্ঞাপন

আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সম্প্রতি টুইট করে জানান, “এই প্রথম আসামে মাস-টেস্টিংয়ের প্রক্রিয়া শুরু করা হল। গুয়াহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার থেকে প্রতিটি বাড়ি বাড়ি করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করবেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।”

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন যে, মাত্র দু’দিনের মধ্যেই প্রায় তিন হাজারটি নমুনা সংগ্রহ করা হবে। এই ‘গ্রিড টেস্টিংয়ের’ জন্য স্ট্যান্ডার্ড কিউ ও অ্যান্টিজেন টেস্ট পদ্ধতি ব্যবহার করা হবে।
ইতিমধ্যেই আসামে সরকারের তরফ থেকে প্রায় দু’লক্ষ অ্যান্টিজেন টেস্ট কিট সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৫ই জুন থেকে এখনও পর্যন্ত গুয়াহাটিতে প্রায় হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাই সরকারের তরফ থেকে স্থির করা হয়েছে যে আগামী ১২ ই জুলাই পর্যন্ত গুয়াহাটিতে কড়া লকডাউন থাকবে। তবে যে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে এই লকডাউন আদৌ কবে তোলা হবে সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বিজ্ঞাপন

গুয়াহাটি পৌরসভার ২ নং ওয়ার্ডকে বেছে নেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে যে, এই এলাকাতেই বহু করোনা পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এখানে টেস্টে ৩৮ শতাংশ পজিটিভিটি রেট মিলেছে। যা বেশ উদ্বেগজনক। তাই আর কোনোরকম ঝুঁকিই নিতে চাইছে না আসাম সরকার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading