প্রযুক্তি

অন্যায় ভাবে মনোপলি চালাচ্ছে গুগল, আমেরিকায় সংস্থার বিরুদ্ধে দায়ের হল মামলা!

বিজ্ঞাপন

গুগল এবার বেজায় বিপাকে! একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য কোম্পানিগুলোকে সুযোগ না দেওয়ার অভিযোগে এবার গুগলের প্যারেন্ট সংস্থার বিরুদ্ধে দায়ের হলো মামলা।

বিজ্ঞাপন

‘অ্যালফাবেট আইএনসি’– এই সংস্থার ছাতার তলাতেই গুগল, ইউটিউব, ক্রোম ইত্যাদি একাধিক কোম্পানি রয়েছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ১১ টি রাজ্য এই অ্যালফাবেট আইএনসি-র বিরুদ্ধে এই মামলাটি করেছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ যে, সার্চ ইঞ্জিন হিসেবে গুগল বাজারের ৯০% অংশই নিজের কব্জায় রেখেছে। কোনও সার্চ ইঞ্জিন গুলিই গুগলের ধারে কাছেই আসতে পারছেনা। এইভাবে সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিপুল বিজ্ঞাপন পেয়ে গুগল প্রভূত আর্থিক লাভ করছে এবং বাকি সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে। অন্যায় ভাবে গুগল বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তারা প্রতিযোগিতার আবহ তৈরি করতে দিচ্ছে না।

বিজ্ঞাপন

যদিও গুগল কিছুক্ষণের মধ্যেই টুইট করে নিজেদের বক্তব্য জানিয়েছে যে মামলাকারীদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনাচক্রে এই আমেরিকাতেই একসময় microsoft-এর বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছিল। এই মামলার পরে নেট দুনিয়ায় অন্যান্য সংস্থার জন্য বাজার খুলে গিয়েছিল। তাই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে microsoft-এর বিরুদ্ধে এই মামলা কে যুগান্তকারী ঘটনা হিসেবে গণ্য করা হয়। এখন দেখার যে গুগলের বিরুদ্ধে এই মামলাটিও কি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কোন বৃহৎ রদবদল আনতে চলেছে কিনা।

বিজ্ঞাপন

তবে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাদের মতে বর্তমানে মানুষ যেভাবে গুগলের উপর নির্ভরশীল হয়ে গেছে এখন তারা আর অন্য কোন সার্চ ইঞ্জিনকে গ্রহণ করবে কিনা সেটা বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading