প্রযুক্তি

শাওমি, রিয়েলমি-এর বাজার নষ্ট করতে আসতে চলেছে পুরনো ভারতীয় ব্র্যান্ড মাইক্রোম্যাক্স, দাম ১৫ হাজারেরও কম

বিজ্ঞাপন

ভারত-চিন সম্পর্কের গ্রাফ ক্রমশই নিম্নমুখী। ইতিমধ্যেই চিনের আর্থিক অবস্থা হেনস্থা করতে ভারতে নিষিদ্ধ হয়েছে একের পর চিনা অ্যাপ। চিনের বিভিন্ন জিনিস বয়কট করার দাবী করেছেন অনেকেই। কিন্তু এদিকে শাওমি, রিয়েলমি, ওপো, ভিভো-এর মতো অতি প্রচলিত ফোনের কোম্পানিগুলিও কিন্তু চিনা সংস্থাই। এবার এই চিনা ফোন কোম্পানিগুলিরই বাজার নষ্ট করতে আসছে ভারতীয় ফোন সংস্থা মাইক্রোম্যাক্স। ১৫ হাজারেরও কম দামে মাইক্রোম্যাক্স যে ফোনগুলি আনতে চলেছে তা উক্ত চিনা ফোনের বাজারে বড়সড় ধস নামাতে পারে।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা নিজের টুইটারে এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। কিন্তু ভিডিওতে স্মার্টফোন সিরিজ সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেন নি তিনি। রাহুল জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আত্মনির্ভর ভারতের কথা বলেন, তখন থেকেই আমরা এটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই মাইক্রোম্যাক্সের নতুন ‘ইন’ সিরিজ আবার বাজারে আসছে”। এই ভিডিওতে নতুন স্মার্টফোনটির বাক্স দেখিয়েছিলেন তিনি।
আসুন দেখে নিই কি কি থাকছে এই ফোনে।

বিজ্ঞাপন

এই ফোনটি হতে পারে সাড়ে ছয় ইঞ্চির এইচডি ডিসপ্লে যুক্ত। প্রায় পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে এই ফোনে। ২ অথবা ৩ জিবি অপশনে মিলবে এই ফোন। থাকছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ হাজার থেকে শুরু হবে এই নতুন ‘ইন’ সিরিজের ফোনের দাম। সর্বোচ্চ দাম হবে ১৫ হাজার। এতে থাকবে স্টক অ্যানড্রয়েডও। মেডিয়াটেকের পি২২, পি৩০ ও জি২৫ প্রসেসর এই ফোনে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading