West Bengal

মর্মান্তিক! মহিলাকে পিষে দিল কলকাতা পুরসভার ডাম্পার, হিঁচড়ে নিয়ে গেল মহিলাকে, ঘটনাস্থলেই মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

বিজ্ঞাপন

কলকাতা পুরসভার ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। কলকাতা পুরসভার ডাম্পারের সামনে পড়ে যান ওই মহিলা। এরপর ডাম্পারটি ওই মহিলাকে প্রায় ১০০ মিটার হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনাটি ঘটেছে আজ, শনিবার কলকাতার ডিএল খান রোডে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলাকে প্রথমে কলকাতা পুরসভার ডাম্পার ধাক্কা মারে। তারপর তড়িঘড়ি সেই ডাম্পার সেখান থেকে চলে যেতে গিয়ে মহিলাকে হিঁচড়ে নিয়ে যায়। এর জেরেই রাস্তাতেই মারা যান ওই মহিলা।

বিজ্ঞাপন

বেপরোয়াভাবে ডাম্পারটি চলছিল বলেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডি এল খান রোডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এখানে গাড়িগুলি সিগন্যাল মানে না বলেই অনেক পথ দুর্ঘটনাই ঘটে। পুলিশ ঘটনাস্থলে এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। অবরোধও করা হয় ডি এল খান রোডে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মায়া রায়‌। ধনধান্য সেতুর দিক থেকে রেসকোর্সের দিকে যাচ্ছিল কলকাতা পুরসভার ডাম্পারটি। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। প্রত্যেক শনিবার রাস্তার শেষ প্রান্তে থাকা একটি মন্দিরে পুজো দিতে যেতেন তিনি। আজও পুজো দিতেই যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে এই পথ দুর্ঘটনা। তীব্র গতিতে আসা ডাম্পারের সামনে পড়ে যান ওই মহিলা। ডাম্পার রাস্তায় হিঁচড়ে নিয়ে যাওয়ার পর ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, মৃতা মায়া দেবীর স্বামী কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী। এই ঘটনার পর ডিজি সাউথ আকাশ মাঘারিয়া ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় আমজনতা। প্রতিদিন এখানে ঝুঁকি নিয়ে চলতে হয় মানুষজনকে। এখানে কোনও বাস ঢুকতে দেওয়া হয় না। কিন্তু বড় বড় ডাম্পার যাতায়াত করে। এখানের মানুষের কোনও নিরাপত্তা নেই। কোনও নিয়ম না থাকায় গাড়িগুলিও সিগন্যাল মানে না বলে অভিযোগ স্থানীয়দের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading