দেশরাজ্য

দেশের মুখ্যমন্ত্রীদের কাছে লজ্জাজনক হার বাংলার মুখ্যমন্ত্রীর! কোভিড মোকাবিলায় ভালো কাজের নিরিখে মাত্র ৬% শতাংশ ভোট পেয়েছেন তিনি, ফার্স্ট বয় দিল্লি

টাইমস নাউ-ওআরম্যাক্স ‘চিফ মিনিস্টার্স কোভিড রেসপন্স সার্ভে’ বলে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল। ছয়টি ভারতীয় মহানগরীতে এই সমীক্ষাটি হয়। এই সমীক্ষাটির মূল বিষয় ছিল ভারতবাসী কি মনে করে কোন নেতা এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবথেকে ভালো কাজ করেছে এবং কোন মুখ্যমন্ত্রী এই কাজে সব থেকে এগিয়ে!

দিল্লি – অরবিন্দ কেজরিওয়াল ৬৫%

arvind kejriwal
মুখ্যমন্ত্রীদের এই লড়াইয়ে আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর কাছ থেকে ৬৫% অনুমোদন পেয়ে এই সমীক্ষায় সর্বোচ্চ স্থান পেয়েছেন।

বেঙ্গালুরু – বিএস ইয়েদিয়ুরাপ্পা ৫৬% 

৫৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির বিএস ইয়েদিয়ুরাপ্পা। কর্ণাটকের রাজধানী মাত্র ১৬৯ টি পজেটিভ করনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। যা অন্যান্য মহানগরীগুলোর তুলনায় অনেকটাই কম।

হায়দ্রাবাদ – চন্দ্রশেখর রাও ৪৯% 

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৪৯% ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। শনিবার পর্যন্ত, রাজ্যে সংক্রমণের সংখ‍্যা ছিল ১,১৩৩।

চেন্নাই – এড্ডাপডী পালানিস্বামী ৪০%

তাঁর নাগরিকদের কাছ থেকে পেয়েছেন ৪০% ভোট।

মুম্বই – উদ্ধব ঠাকরে ৩৫%

পঞ্চম স্থানে রয়েছেন এখন‌ও পর্যন্ত ভারতবর্ষে সবথেকে বেশি করোনা আক্রান্তের রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

কলকাতা – মমতা বন্দ্যোপাধ্যায় ৬%

সবথেকে কম সংখ্যক ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নাগরিকরা তাঁকে করোনা মোকাবিলার জন্য মাত্র ৬% ভোট দিয়েছে। টাইমস নাওয়ের কোভিড-যুদ্ধ-প্রস্তুতি লিটমাস পরীক্ষায় অংশ নেওয়া ছয় মুখ্যমন্ত্রীর মধ্যে তিনিই সবচেয়ে কম জনপ্রিয়।

debangon chakraborty

Related Articles

Back to top button