West Bengal

WBCS অফিসারের মোবাইল কেড়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দুষ্কৃতিদের৷ প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

বিজ্ঞাপন

ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। রাত হলেই ট্রেনে মাঝে মাঝেই শোনা যাচ্ছে ছিনতাইকারীদের আনাগোনা৷ যাত্রীদের রীতিমতো মারধর করে কেড় নেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস, টাকা, ফোন। এমনকি যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও ঘটনা আগে বহুবার শোনা গিয়েছে। এবারে খবর মিলল, রাতের ট্রেনে দুষ্কৃতিদের দ্বারা একজন মহিলা WBCS অফিসারের আক্রান্ত হওয়ার।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঘোড়াঘাটা স্টেশনে৷ জানা যায়, রাতে বাড়ি ফিরতে একটি আপ লোকাল ট্রেনে ওঠেন সেই মহিলা WBCS অফিসার,বসার জায়গা না মেলায় দরজার নিকটই দাঁড়িয়েছিলেন তিনি। হাতে ছিল মোবাইল৷ অভিযোগ, সেসময়ই একজন ছিনতাইকারী হঠাৎ এসে কেড়ে নেন তাঁর মোবাইলটি এবং সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেন ট্রেনের বাইরে৷

বিজ্ঞাপন

ট্রেনের গতি সেসময় কম থাকায় গতকাল তেমন বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি৷ তবে লাইনে পরে সেই মহিলা WBCS অফিসারটির মাথা ফেটে যায়৷ এরপর রেল স্টাফরা পৌঁছে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেই ছিনতাইকারী এখনও অধরা তবে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। বলা বাহুল্য, এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠলো রেলের নিরাপত্তা পরিষেবা নিয়ে৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading