রাশিফল

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২২ জুন ২০২১

আজকের রাশিফল – মঙ্গলবার ২২ জুন ২০২১

মেষ রাশিঃ
মেষ রাশির জাতক জাতিকার দিনটি অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্য দিয়েই শুরু হবে। সকালে জীবন সাথীর সাথে দেখা দেবে মনমালিণ্য। পাওনাদারদের অব্যাহত তাগাদা আর স্ত্রীর নানা রকম অভিযোগ আপনার মানসিক শান্তিকে বিনষ্ট করবে। আইনগত জটিলতা গুলো থেকে সাবধান থাকুন। আর্থিক লেনদেনে কথা দিয়ে রাখালেও তা রক্ষা করা হবে কঠিন।

বৃষ রাশিঃ
বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি ব্যবসায়ীক কাজে রহস্যজনক জটিলতার। অংশিদারী কাজে দেখা দেবে ভুল বুঝাবুঝি ও সন্দেহ। সাংসারিক জীবন হয়ে উঠবে যন্ত্রণাময়। জীবন সাথীর সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি ও কলহ। ব্যবসায়ীক কাজে অপ্রত্যাশিত কিছু ঝামেলা দেখা দেবে।

মিথুন রাশিঃ
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে অনাকাঙ্খীত ঝামেলা ও দেখা দেবে সহকর্মী বিরোধ। কোনো মূল্যবাণ দ্রব্য বা নথি হারিয়ে ফেলতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে দেখা দেবে বাধা। রহস্যজনক কারনে অর্থ ব্যয়ের যোগ প্রবল। একটু সাবধানে থাকবেন।

কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতক জাতিকার প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনাকাঙ্খীত ঘটনা ঘটতে পারে। আপনার ভালোবাসার মানুষটির কাছে স্বার্থের বলি হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের দেখা দেবে চরম অর্থ সঙ্কট। পেটের দায়ে কোনো রকমে বাঁচতে কিছু কাজ নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে হবে। সন্তানের সাথে চরম মানাভিমান দেখা দিতে পারে।

সিংহ রাশিঃ
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশিত কাজের ক্ষেত্রে জটিলতার। পারিবারিক কোনো সমস্যায় সঠিক সিদ্ধান্ত গ্রহন হবে কঠিন। পক্ষপাত মূলক আচরণের কারনে দোষের ভাগিদার হতে হবে। আত্মীয় স্বজনদের সাহায্য আশা করা আজ বৃথা। যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না।

কন্যা রাশিঃ
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি তথ্য ও যোগাযোগের কাজে রহস্যজনক ঘটনার। ছোট ভাই বোনের সাথে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়তে পারেন। স্থানীয় কারো সাথে মতাদর্শের পার্থক্য দেখা দেবে। গণমাধ্যমের কর্মীরা পড়তে পারেন কোনো বড় সমস্যায়। বাক স্বাধীনতার বুঝে শুনে প্রয়োগ করতে হবে।

তুলা রাশিঃ
তুলার জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে অনভিপ্রেত জটিলতার। ব্যাংক ঋণ শোধ করার কথা থাকলেও আজ অর্থের অভাবে তা দিতে পারবেন না। কথা ও কাজে মিল রাখা হবে কঠিন। সঞ্চিত অর্থ বুঝে শুনে ব্যয় করতে হবে। ঝুঁকি নিয়ে কোনো কাজে বিনিয়োগ করাটা ভালো হবে না।

বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি নানা রকম জটিলতার। সকাল সকালই জড়িয়ে যাবেন পারিবারিক দ্বন্দ্ব সংঘাতে। জীবন সাথীর দ্বারা আজ ভুলবুঝাবুঝি আপনাকে মানসিক ভাবে কষ্ট দেবে। তুচ্ছ কারনে গৃহ হয়ে যেতে পারে কুরুক্ষেত্র। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কথাকাটাকাটির জের ব্যবসাকে ধংসের দিকে ঠেলে দেবে।

ধনু রাশিঃ
ধনু রাশির জাতক জাতিকার দিনটি আজ অকারন ব্যয় ও নানা ধরনের জরিমানা প্রদানের। আর্থিক চাপের মধ্যে বর্ধিত বিল আসবে বোঝার উপর শাকের আটির মতো। আইনগত জটিলতার কারনে অনেকগুলো অর্থ ব্যয় হতে পারে। অপ্রত্যাশিত ও অনভিপ্রেত কোনো ঘটনার কারনে প্রবাসীদের অর্থ ক্ষতির আশঙ্কা।

মকর রাশিঃ
মকর রাশির জাতক জাতিকা দিনটি খুব একটা ভালো যাবে না। আজ বন্ধু বিচ্ছেদ ও ভাতৃ বিচ্ছেদের দিন। অর্থ না থাকলে বন্ধুও দূরে কি ভাবে সরে যায় তা আজ উপলব্ধি করবেন। বড় ভাই বোনের কাছে বকাঝকা শুনতে হতে পারে। চাকরিজীবীরা আর্থিক কোনো দূর্ণামের বিষয়ে সাবধান থাকবেন।

কুম্ভ রাশিঃ
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে মানসিক লড়াইয়ের। তার অনৈতিক প্রস্তাব বা কোনো দূরভিসন্ধী আটকে দেওয়ার কারনে আপনি হতে পারেন তার চক্ষু শূল। সুযোগে তিনি আপনাকে দূরে কোথাও বদলী করার চেষ্টা করতে পারে।

মীন রাশিঃ
মীন রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে রহস্যজনক সহায়তা পেতে পারেন। হতে পারে আপনার কোনো শিক্ষক বা গুরুজনের দোয়া ও আশীর্বাদ। বিদেশ যাত্রার চেষ্টায় আর্থিক ভাবে প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। পিতার সাথে দেখা দেবে মনমালিণ্য।

Related Articles

Back to top button