খেলাক্রিকেট

বিতর্ক নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ আমির

বিজ্ঞাপন

মহম্মদ আমির এবং বিতর্ক, এই দুটি যেন একত্রিত হয়েই থাকে। আর এবারও তাই হল। এদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত নেন পাকিস্তানের তারকা বাঁ হাতি পেসার মহম্মদ আমির। কিন্তু অবসর নেওয়ার আগে তিনি ক্ষোভ উগড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

অবসর নেওয়ার আগে তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। আর সেখানে বলেছেন, “আমি এখন ক্রিকেট ছাড়তে চাইছি কারণ আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। আমার মনে হয় না এই অত্যাচার আমি সামলাতে পারব। ২০১০ থেকে ২০১৫ সাল অবধি আমি প্রচুর অত্যাচারিত হয়েছি, যখন আমি শাস্তিভোগ করছিলাম। আমি পিসিবির তরফ থেকে অত্যাচারিত হচ্ছিলাম।”

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এরপর আমির বলেছেন, “আমি সেই সময়তেই বুঝতে পারি যখন আমায় ৩৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই সময় আমি বুঝেছিলাম যে আমায় আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করতে হবে। প্রতি দুই মাসে, কেউ না কেউ আমার নামে কিছু বলতেনই। কখনও কখনও বোলিং কোচ ওয়াকার ইউনিস বলতেন আমির আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন, কখনও বলা হত আমার ওয়ার্কলোড যথেষ্ট নয়। ব্যাস অনেক হয়েছে, আর নয়।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading