West Bengal

মন্ত্রিসভা গঠন মমতার, নতুন কোনও মুখের কী দেখা মিলবে? কারা কারা ঠাঁই পেতে পারেন মন্ত্রিসভায়? জেনে নিন

বিজ্ঞাপন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে একচ্ছত্র ক্ষমতা কায়েম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবারই রাজভবনে গিয়ে শপথগ্রহণ করেছেন তিনি। এবার তাঁর মন্ত্রিসভা গঠনের পালা। নতুন কোনও মুখকে কী দেখা যাবে তাঁর মন্ত্রিসভায়? নাকি পুরনো মুখই থাকবে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বিজ্ঞাপন

তৃণমূলের একটি সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, মমতার এবারের মন্ত্রিসভায় জায়গা পেতে পারে একগুচ্ছ নতুন মুখ। আগের বারের থেকে বেশি সংখ্যক মহিলাকে মন্ত্রীপদে বসাতে পারেন তৃণমূল নেত্রী। দেখা মিলবে একাধিক তরুণ মুখেরও। সংখ্যালঘু মুখেরও গুরুত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- প্রত্যেক পরিবারকে দু’লক্ষ টাকা দেবেন মমতা! করলেন ঘোষণা

বিজ্ঞাপন

সূত্রের খবর, সোহম চক্রবর্তী ও রাজ চক্রবর্তীকে মন্ত্রিত্ব দিতে পারেন নেত্রী। শুভেন্দু অধিকারীর জায়গায় মন্ত্রিত্ব পেতে পারেন মদন মিত্র। অন্যদিকে, কৃষি দফতরে আসতে পারেন প্রদীপ মজুমদার।

বিজ্ঞাপন

এছাড়াও মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রনীল সেন, মনোরঞ্জন ব্যাপারী, বিরবাহা হাঁসদা, পরেশচন্দ্র অধিকারীকে। অন্যদিকে আবার, মুর্শিদাবাদ ও মালদা থেকে তিন-চার জন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জানা গিয়েছে। আবার মানস ভুঁইয়ার মতো প্রবীণ  নেতাও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জানা যাচ্ছে।

এবার প্রার্থী হন নি অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই তিনি হয়ত মন্ত্রী হবেন না। জানা গিয়েছে, অর্থমন্ত্রক হয়ত নিজের হাতেই রাখবেন তৃণমূল সুপ্রিমো। তবে অর্থ প্রতিমন্ত্রী রাখার ভাবনাচিন্তাও নাকি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা অব্যাহত! ফাটল মাথা, ভেঙেছে হাত, দিনহাটায় তৃণমূলের গড়েই আক্রান্ত প্রভাবশালী ঘাসফুল নেতা

সূত্র থেকে এও জানা গিয়েছে যে, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ই বহাল থাকছেন। তবে নাম উঠে আসছে ব্রাত্য বসুরও। আবার অন্য একটি সূত্রের দাবী, পার্থ ও ব্রাত্য, দুজনেই শিক্ষামন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দফতর, এই দুইভাগে ভাগ হতে পারে মন্ত্রিত্ব।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading