রাজ্য

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিতের, দিলেন ‘দিদি’র অনুগত সৈনিক হওয়ার বার্তা

প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এদিন তৃণমূলে যোগদান করেন অভিজিৎ।

এদিন দলে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন অভিজিৎ। বলেন, “ধন্যবাদ জানাব মমতা দিদিকে এবং অভিষেকবাবুকে। দিদির অনুমতিতে এবং অভিষেকবাবুর অনুমতিতে এখানে আসতে পেরেছি। এক কংগ্রেস ছেড়ে অন্য কংগ্রেসে এসেছি। কংগ্রেসেই আছি। ২০১১ সালে যখন সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসি তখন বাম বিরোধী যে হাওয়া উঠেছিল রাজ্যে তা তুলেছিলেন মমতা দিদি। আমি ওনার নেতৃত্বে তখন লড়েছি। পশ্চিমবঙ্গে তিনি বিজেপিকে রুখতে পেরেছেন। পরবর্তীতে তিনি আরও অনেকের সঙ্গে বদল আনতে পারেন। আমি দলের অনুগত সৈনিক হিসেবে যোগ দিলাম”।

আরও পড়ুন- বিজেপির পুরসভা অভিযানের মিছিলে বাধা পুলিশের, চলল ধ্বস্তাধস্তি, গ্রেফতার অগ্নিমিত্রা পাল-সহ আরও বিজেপি নেতা

২০১১ সালে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন অভিজিৎ। এরপর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদও হন তিনি। কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েই বিধায়ক ও সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ।

বলে রাখি, গত জুন মাসের শুরুর দিকেই তৃণমূলে নয়ানির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিজিৎ মুখোপাধ্যায়। ক্যামাক স্ট্রীটের অফিসে অভিষেকের সঙ্গে দেখা করতে যান অভিজিৎ। এরপর থেকেই তাঁর দলবদলের নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন- ‘দলে মরচে ধরেছে, শীর্ষ নেতাদের সরিয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হোক’, বদল চেয়ে আলিমুদ্দিনে চিঠি কান্তির

শোনা যাচ্ছে, আসন্ন উপনির্বাচনে জঙ্গিপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিজিৎ মুখোপাধ্যায়। যেসমস্ত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, জঙ্গিপুর তার মধ্যে একটি। এর আগে ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন। এরপর উপনির্বাচনে জিতে সেই কেন্দ্র থেকে লোকসভায় যান অভিজিৎ। এরপর ২০১৪ সালে ফের জিত হাসিল করলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আর ওই কেন্দ্র থেকে জিততে পারেননি তিনি।

debangon chakraborty

Related Articles

Back to top button